"কাক ভোরে"


দোলে দোলে কোলে কোলে হাসি আর কান্নায়
নদীকূলে আছে সারি বক মাছ
ধর্ণায়।
নদীজলে কুলু কুলু মাঝি আর মল্লারে
গাহে গান বিহু সুরে, বয়ে চলে দার
বেয়ে।
রঘুকাকা অজয়েতে ডুব দিয়ে স্নান সেরে
কাশবনে বেশ তার নিকনেতে কাক
ভোরে।
নূপুরের ধ্বনি শুনি বধু সবে কূলে যায়
অজয়েতে জলোধারা কলসিতে কাঁখ
বায়।
বিষ্ণু সে পায়া ভারী মগ্ন সে বধু সবে
সেরে নেয় আঁখি তারা, গোপনেতে ধরা
রবে।
কর্কশ কাক ডাকা কুকুরের ভৌ ভৌ
রবি মামা দেয় হামা, কেবা জানে কার
বৌ।
বৌদিতে মন হারা কালু সে তো বুঝে নাই
সেই পথে গেলে তারে, পেতে হবে
কান্নাই।
যাই হোক ভোর হলো হই আর হল্লাতে
কৃষাণেরা ক্ষেতে মাতে, মুদি তার
পাল্লাতে।