"অমর গান"


পেলাম কী যে
বুজি নি যে,
বিষয় সুখে
বাজায় বুকে,
সাঙ্গ যবে
প্রাণটি যাবে,
ঐ ঠিকানায়
কিছুই না যায়।
তাই ছন্দে
মুখ বন্ধে,
নেশায় মাতি
সত্য খাঁটি।
তাও তো কিছু
থাকবে পিছু।
গাইবে তো কেউ
ছন্দ ঢেউ।
ভবের দোরে
তাদের দ্বারে,
বাজবে পরাণ
অমর গান।


(ভোটের ময়দানে অভিনেতা ও অভিনেত্রী দের দ্বারা ঢালাও প্রপোগন্ডা, তারই শ্লেলাষ্মক লেখা)


“কুশি লব”


তারাই তো কুশি লব-কেন তারা যাবে বাদ
অভিনয়ে পাকা তারা, ধোঁকা দিতে
ওস্তাদ,
খিচুড়িতে চালে ডালে, জলে মিশে একাকার
হালে প্রাণে পানি নাই, তাই তারা
দরকার।
সরকারি দরকারি অভিনয় ছলনাতে,
বাক দিয়ে পাক রাঁধে, জনতারে
ধোঁকা দিতে।
ধোকলাতে ধুক ধুক নীমতলা বেলতলা
ভোট শেষে জোট ঘোট, জনতারে
দেয় কলা।
কলা কি গো পাকে নাই তাই এত চিল্লান,
মসি কালি পেন চলে, ব্যঙ্গের কল-
তান।