"মূর্তি"


কোকিলের  কুহু কুহু কাক ডাকে কা কা
জীবনটা সোজা নহে বড় আঁকা-
বাঁকা।
নারায়ণী সনাতনী ভাবনাতে মন মেতে
সবে চায় সিধে সাধা সুখ ধারা রাহা
পেতে।
ডিমে তা দিতে চলে সোনা মনা পেতে ভবে
শেষ মেষ ডিম ফোটে-হাহাকারে কা কা
রবে।
পাখিটাই গতি হারা জরা কাল করে তাড়া
কা কা বোলে ছেলে পুলে করে তারে ঘর
ছাড়া।
বৌমুনি সোনামুনি দম্ভ  কী মান তার
হাপরেতে ফাঁসে ফেলে কেড়ে নেয় জান
তার।
জনে জনে ঘরে ঘরে কেলোর ওই কীর্তি
হিস হিসে শ্বাস দোরে, দানবের
মূর্তি।