“বর্ষ বরণ”


ভাবছি আমি দাওয়ায় বসে হাসব কী বা কাঁদবো আজ
আলু পটল সবজি আকাশ পেঁয়াজ কবেই দিছে
ঝাজ।
বাউন্ডুলে ছাওয়াল পাওয়াল পথ ঘাট আর বাসে ট্রেনে
মা বোনেদের মান ইজ্জত হর হামেশাই নিচ্ছে
টেনে।
ধর্ম কলে জাত জালিয়াত দেশ হতে দেশ দেশান্তরে
পেদিয়ে ভাগায় আগুন জ্বালায় সবাই যেন দাবার
বোরে।
শান্তি সুখ দূর পলায়ন, দুখের জলে আকাশ ভারী
শ্বাস নিতে প্রাণ হাপুস নয়ন হলাহলেই বাতাস
গড়ি।
গোদের ওপর বিষ ফোড় ভাই-নিত্য নতুন আজব নীতি
পরকীয়া আজ সমাজে শিহরণেই আনছে
ভীতি।
রং মাখানো মুখোস মুখে রাজনীতির ওই প্রাঙ্গনেতে
ঢল নামে দেশ হৃদয় ভাঙে শোষণ পোষণ
বঞ্চনাতে।
দেশ বিরোধী জঙ্গীপণায় কাঁদছে দেশের আকাশ বায়
শট শঠতার মহল গড়া উপর নিচে ডাইনে
বায়।
আস্তাকুরে মানব শিশু ফেলতে মায়ের দ্বিধা নাই
ব্যভিচারের আঁতুর ঘরে শিষ্টাচারের বালাই
নাই।
লক্ষ কোটি বেকার যুবা লক্ষ্যহারা অস্থি ভাঙা
এ দ্বার হতে ও দ্বার ঘোরে নাই কাজের ওই তার
ঠিকানা।
আজ দেশেরই কোণায় কোণায় হাজার তনু নুসরাতে
ধর্ষকেতে প্রাণটি কাড়ে নাই তো বিচার
এজলাসেতে।
সব ভুলে যায় মানুষ সকল মাততে আজি বর্ষ বরণ
হাসছি আমি হাসতে রব, হোক না যতই হৃদয়
হরণ।