"বাজি"


বিধায় কী নেই কোনও বিষাক্ত বারুদেতে
যারা প্রাণ কেড়ে নেয়, করে শত অন্যায়,
রতি কাম ভোগে
মেতে।
হেন রূপী শয়তান করে চলে কলোতান সমাজেতে,
বিষাক্ত হুলে ধরা, শুষে নিতে লহু ধারা
কাম ভোগ সম্ভোগে কেড়ে নেয় আঁখিতারা,
শত কত জালিকাতে ফাঁদ
পেতে।
জাগো ওহে সুধী জন হাতে হাত ধরো আজি
আনাচেতে কোণাচেতে, রয় যারা ফাঁদ পেতে
আসুরিক ভাবনায়ে ব্যথা প্রাণে শত দিতে,
অশনিত ঘাত দিতে, সমাজেতে মুছে দিতে
রাখি প্রাণ ধরি
বাজি।