"হাহাকার"


আমি চলি প্রবাহেতে যেই দিকে ঢালু পাই
হাসি আর কান্নাতে, তরঙ্গে উছলেতে;
রিমি ঝিমি বয়ে যাই।
আঁকাবাঁকা গতি তাহে কূল ভেঙে পরে কভু
অতি জলে বর্ষাতে কভু প্রাণ
নিভু নিভু।
গতি পথ ঠেলে দেয় যেন ক্রোধে বলে যায়
মধুরতা সীমাহীন প্রবাহেতে ঠিক
নয়।
তর্জনে গর্জনে ফুলে ফুলে ওঠে জল
নাহি রহে নির্মলে, কভু ক্ষরা করে
ছল।
ছলনাতে ললনাতে কাঁখে পানি ভরে তাহে
চিতা জ্বলে দিন রাতে, হৃদয়েতে ডানে
বাহে।
সাগর কী মেলে নদী পানি যদি হাহাকার
দুখ টাই সুখ ভ্রমে, সেবা করি
সবাকার।