“জীবন”


নাই পানি তটিনীতে
ধারা কীবা বহিতে,
সংসারে লহ মাতি
কী বা সুখ
কহিতে।


অশ্রুর ধারা বহে
অনন্ত বিজনেতে;
রাত কী বা দিন বহি
বহ্নির ঘেরা-
টোপে।


অশান্ত লহরেতে
তুফানেতে ঘূর্ণিত;
ঘোরপাকে ঘনঘোর
দিশা তারি
চিহ্নিত।


বায়ু বহে হলাহলে
কোলাহল রব তারি;
কুঞ্চিত ভাল তলে
অশ্রুর ধারা
বারি।


জ্যোছনার ভরা চাঁদে
কালিমাতে লেখা প্রাণ;
দীঘলেতে তারি কায়া
হাহাকারে লেখা
গান।


পারি নাতো ফেলে দিতে
বাঁধা তারি লাল ফিতে;
দাসত্ব শৃঙ্খলে
বাঁধা তাতে দলে দলে;
জীবন।