"অনুনাদ"


কেহ কাঁদে কেহ হাসে অবনীতে
কেহ গীতে প্রেম প্রীতে, কেহ বেদনায়;
কান্নায় কান্নায়।
কেহ ধনে বলিয়ান, শত ডালি মেলা মান
ধনহীন জনা খুজে খুজে মরে, পরশ
পাথর।
আমি কবি শত রবি ভাস্করে
লিখি রাজা মহারাজা, কভু
তস্করে।
নীরবেতে যবে মেঘ, উড়ে যায় রোদ্দুরে
কীবা পাখি ডানা মেলা সফেদের  
সমারোহে।
উড়ে যায় দূরে যায়, মনে দোলা যেন দেয়
প্রত্যয়ে।  
মন ভাসি হৃদয়েতে ঝরে পরে কান্না
অবলাতে ছোবলেতে যবে ক্রূর ওঠে মেতে
অবসাদে হতাসাতে দুঃখের
বন্যা।
নিথরেতে বহি প্রাণ বেদনার গাহি গান
অশ্রুতে।  
জানি ধরা নাহি রব, অনন্তে মিশে যাব
কালেরই গহ্বরে।
এসো আজি হৃদ মেলি উছলেতে প্রাণ চলি
প্রেমেরই আঙ্গিনায়।