"প্রয়াস"


(আজকাল শিশুদিগকে তাদের মা বাবারা বোল ফুঁটতে না ফুঁটতেই কেজি, নার্সারী স্কুলে ভর্তি করে দেয়। পিঠে দেয় একগাদা বই এর বোঝা আর দিন রাত চলে শিক্ষা আর কম্পিটিশন। সবাই চায় তার দুঁধের বাচ্চা স্কুলে প্রথম হোক। এ কঠোর নিষ্পেষনের জাতাকলে আজ শৈশব বাল্য হারিয়ে গিয়েছে। তাদের সচেতন করবার জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস)


বোল ফুঁটতেই দোল;
পাপড়ি সে দল মিলতে না দেয়
হাঁটি হাঁটি হাঁটতে না দেয়,
রুদ্ধ শ্বাসের
বোল।


ঝক্কি ভরা জীবন ভারী
ব্যস্ত অনিমেষ;
মারিয়ে সে দল পাপড়ি কলি
বাল্য শিশু দুপায় দলি,
সমাজ পানে
পেশ।


উচ্চে তারি অঙ্কে ধরা
শৈশবেতে করতে তাড়া
ত্বরায় যুযুধান;
বিকাস লভে লাফ দিয়ে ওই
ধরতে আকাশ গগন সই
শিখর অভি-
যান।


শুষ্ক কলি পাপড়ি দলে
মিলতে কীবা পারে;
কও গো আমায় মা মামনি
আজ দিয়ে যাও
কয়ে।