“ফাঁদ”


কুহু কুহু ডাকে পাখি বোঝে সে কী কান্না
প্রেম সে তো এসেছিল, দিয়েছিল
বন্যা।
বাঁধ ভাঙা জোয়ারেতে গিয়েছিনু ভেসে প্রাণ
দিবসেতে কী বা রাতে গেয়ে ছিনু
কুহু তান।
তা ধিন ধিন না, তাতা থৈ তিন না
প্রাণ সে কী বুঝেছিল, বইতে সে
বন্যা।
ফাগুনের ভরা কাশ মেঘে যবে ভরে যায়
অকালেতে বর্ষণে উজারেতে ক্ষেতে
গাঁয়।
গনগনে গ্রীষ্মেতে থরো থরো মরুপ্রায়
প্রাণ সে কী বুঝেছিল, ছলনাতে
অভিপ্রায়।
ললনার ছলনাতে ভাঙে বাঁধ ছুটে জল
মেদিনী সে তটিনীর কূ রূপেতে
কোলাহল।
হলাহলে মাতে ধরা হৃদয়েতে গহীনেতে
শত রূপে রমণী সে, সমাজেতে ফাঁদ
পেতে।
তা ধিন ধিন না, তাতা থৈ তিন না
প্রাণ সে কী বুঝেছিল, বইতে সে
বন্যা।