“সুরভি”


(লেখাটির সারমর্মঃ এই যে প্রতিদিন মানবতার পক্ষে গান গাওয়া কিন্তু সবই বিফলে যায়। যেমন কী তেমন চলতে থাকে দেশ সমাজ। তাই বলে ভগ্ন মনোরথে আমরা কখনই বিফল বলে ভাববো না বা সে কথা প্রচার করা ছেড়ে দেব না। আমাদের সংকল্প অনেক দৃঢ় আর মজবুত হতে হবে। একদিন না একদিন সাফল্য অবশ্যই আসবে)


হোক না সে, দিবস বিফল
বিফলতা নাহি চাহি,
দিশা সে সুদূর হোক না স্বরূপ
মানবতা গান
গাহি।
দূর্গম পথে পাড়ি দিতে হতে
নাহিকো রাহীতে হীন,
দিবসেতে কীবা রজনীতে
সুরভিতে নাহি
দীন।
দয়ালো প্রভুতে মজেছি ভবেতে
প্রভাতে দেখেছি আলো,
দিকে দিকে রব হিংসা ও দ্বেষে
পেয়েছি অনেক
কালো।
করালো ছায়েতে আদুল গায়েতে
মেখেছি কালির ভূষি,
কাঁদি নাই, কাঁদি নাই রব;
কোমর বেঁধেছি
কশি।
আজিকে প্রভাতে তোমাতে দেখেছি
তমাতে ঘনাতে রাতি,
বিদ্বেষ বীণ ছড়াতে ধরাতে
কলঙ্ক প্রতি-
ভাতি।
মর্মরে প্রাণ লহু স্রোত বান
নাফের নদীতে লীন,
অসহায় জন হারিয়ে স্বজন
অশ্রুতে হরা
বীণ।
বীণার সে তার বেঁধেছি সোপান
আজিকে দ্রোহেতে মাতি,
রাহা সে সুদূর হোক না স্বরূপ
শাণিত কৃপাণ
মতি।
হোক না সে দিবস বিফল
বিফলতা নাহি চাহি,
দিশা সে সুদূর হোক না স্বরূপ
মানবতা গান
গাহি।