“কথাকলি”


আশার প্রদীপ জ্বেলে ঘন তমা পিছে ফেলে
মন দূরে উড়ে চলি;
বেদনায় বহে ধরা, অশান্ত দিশেহারা
লোহিতের কথাকলি।
কথাকলি কথাকলি
কথাকলি।


শীর্ণতা জীর্ণতা, হতাহত কতকথা-লহুস্রোতে বন্যায়;
দিকে দিকে রণসাজে, দামামাতে সুর বাজে
শত কত
অন্যায়।


বিধাতার গড়া ভবে দবদবে দবদবে
ঘুরে ফেরে-দুঃখ;
অশান্ত লহরেতে প্রহরেতে প্রহরেতে;
মানুষেতে দানবতা ধনটাই
মূখ্য।


মূর্খতা মাতা তোলে হেলে দুলে হেলে দুলে
বিদ্বেষ,
হিংসাতে মাতমেতে, অরো ধন ধন পেতে
ক্রুরতার চলে
রেস।


এসো আজি অন্যায়, জনে ওই কান্নায়
হাত বাটি;
লাগে জান জান দিব, সম্মান মান দিব;
জ্বালি শিখা দিবা
রাতি। দিবা
রাতি


দিবা রাতি, দিবা
রাতি।


আশার প্রদীপ জ্বেলে ঘন তমা পিছে ফেলে
মন দূরে উড়ে চলি;
বেদনায় বহে ধরা, অশান্ত দিশেহারা
লোহিতের কথাকলি।
কথাকলি কথাকলি
কথাকলি।