“মধু রঙ”


অনন্ত কলহেতে বিরহেতে হিয়াতল
দানবতা রাজ আজি, দিকে দিকে
হলাহল।
রণ সাজে সজ্জিত দেশ হতে দেশ দিকে
লহু তার বান ছোটে, মানবতা রং
ফিকে।
নানাবিধ কামনাতে বাসনাতে রতি কায়
দানবতা রব তোলে, মৃত্তিকা কাঁদে
হায়।
কাঁদে মাতা কাঁদে ভ্রাতা-ভগ্নী ও জায়া রবে
লকলকে বহ্নিতে হিংসাতে ক্রুর-
তাতে।
মানবের মাঝে আজি মানবতা হত প্রায়
দিশেহারা প্রান্তর কাঁদে জনো
জনতায়।
এসো আজি বন্ধন তারি করি আরাধন
হাতে হাত ধরি আজি, দৃঢ়তায় নেই
পণ।
শতধায় বিকশিত মধু রঙ দিকে দিকে
দিতে যদি প্রাণ দিব, অবনীতে গড়ে
দিতে।