"আরাধন"


আপনারে লয়ে বিলায় যে জন বিশ্ব স্বজন মাঝে,
আপামর জনে, গাহিতে সে গীত মানবেতে ধরা
সাজে।
অমৃত বাস, সুবাস তাহার সুমধুর রিনী ঝিনী;
আঁকড়ি প্রাণেতে মানবো জনেতে প্রেম সে নাগর
ভূমি।
ক্রুরতায় মান পাহাড় প্রমাণ কুবের ধনের ধ্বনি,
হিংসা মাতমে কলহেতে প্রাণ পূজনে আপনি
যিনি।
নাহিকো বেদন আরাধন রব ধনেতে বহিতে ধরা,
সার কী বা রয় সে ধন বাহিত! সুবাস মনো-
হরা।
সে দিনেতে প্রাণ; লুপ্ত কূজন শ্মশানেতে দ্বার গোড়ে,
সে দিন কী ধন, উদ্যত রণ পারবি নিতেই
ওরে।
তাহারি দুয়ারে, আপনাহে; রিক্ত বসনা গতি
বিষয় আসয় পিছে পরে রয়; শুষ্কতা প্রতি-
ভাতি
যেমতো কর্ম তেমত ফল দানিতে তাহারি মান
যোনিতে গণিতে ফেনিলো অনলে জাহান্নম ওই
দান।
বাহু কী প্রহারে কীবা স্নেহের পরশে, গগন আকাশ চুমে
হৃদ কী সাগর, মোতির আবাস; কীবা ক্রুরতার গান
ভূমে?
আজি হতে প্রেম সিঞ্চনে প্রাণ প্রসুণ বারিতে মতি
প্রেমের সাগরে বিকশিত কলি, চলো-
ফেলাইতে সুখ
মাতি।