"দই"


গা লাগোয়া অট্টালিকা
নাইতো কোনও ফাঁক;
নাই নিরোধক অগ্নি সে বান
হৃদয় যে হয়
খাঁক।


নিয়ম কানুন বালাই ষাট
গড়তে ইমারত;
নাই সে বিধান কর্তা পুর (এখানে উচ্চারণ পুরো হবে)
খল কপটে
শঠ।


বনানীর ওই প্রান্তরেতে
মরলো মানুষ কত;
আর হতাহত ঘায়েল প্রাণে
হলোই শত
কত।


হোলদোলেতে ফিরল হুশ
খতিয়ে দেখার কাজ;
রূপ যেন সে অগ্নিশর্মা
ধরতে রণের
সাজ।


চলবে কদিন ভুলতে মানুষ
আবার যে কী সেই;
বন্ধ কভু নাইকো খেলা
মারতে ন্যাপায়
দই।  


লারে লাপ্যা


ভোম্বল তোকে আমি নিয়ে যাব কবিতা সম্মেলনে, তোর এক পয়সাও খরচা করতে হবে না। সব আমি খরচ করবো, এমনকি তোর হাত খরচা লাগলে তুই আমার থেকে নিবি। তোকে আমি এসি তে নিয়ে যাব আর আসার সময় তারকেশ্বর ঘুরিয়ে নিয়ে আসব। কী খাবি তুই, কত ড্রিঙ্কস নিবি, সব আমার খরচা, সৌজন্যে সেই দিলীপ বিশ্বাস  বিশ্বাসঘাতকতা করবে কীনা জানিনা!যদিও আমার সেখানে যাবার মত পরিস্তিতি নাই।হাঃ হাঃ লারে লাপ্যা।