“ইবাদত”


নগর শহর উঠুক গড়ে অট্টালিকা ইমারত
কর্মের থাম হাজার শ্রমিক, দিতেই শ্রমের
ইবাদত।
নাহিক দ্রোহ বিদ্বেষ বিষ অট্টালিকা পরে
হিসেব ধরা পাক্কা গুনে, দাও সে
শ্রমিকেরে।
কান্না যেন অশ্রু বারি নাহিক ঝরে তায়
মূল্য শ্রমের দিতেই হিসেব, করো
জনতায়।
চাই না দয়া দান ক্ষয়রাত মূল্য শ্রমের চাই
মানুষ যদি ভাবতে প্রাণে, মানতে যদি
ভাই!
অঙ্গারেতে জ্বলতে প্রাণে ছল জালিয়াত জোচ্চুরি
মানবো না আর মালিক শুন, দিন রাতে ওই
পুকুর চুরি।
কৃষক সবে জাগতে আজি মূল্য সঠিক পেতে
দান দখিনায় নাই তো পরান, ভিক্ষায় নাই
মেতে।
অট্টালিকা সাহেব বিবি তোমরা থাক সুখে
চাইছি শ্রমের মূল্য টুকু, চাই না তোমায়
দুখে।
গ্রাম নগরে একাকারে নাই যদি রয় ধরা
অন্ন কোথায় পাবেই তুমি, ফসল
মনোহরা।
আজ মানবের বেশ ধরো ভায় চক্ষু খোল সবে
নইলে প্রাসাদ ধ্বংস ধরায়, ত্বরায় পথে
রবে।