“ফাঁকি”


হাসছি মোরা হাসছি দেখো পাচ্ছে হাসি হাসছি তাই
ওদের দ্যাখো হাত পা বাঁকা কেমন তরো
যাচ্ছেতাই।
বোবা কালা অঙ্গ বিহীন ছেঁচড়ে কেমন চলে
ট্যারা বেকা চাল চূলো হীন কেমন কথা
বলে।
ও মামনী অমন কথা বলতে আছে মানা
ওরাও মানুষ কপাল ফেরে কেউ বোবা কেউ
কানা।
ওদের দেখে হাসতে বারণ মা তোমারে কই
জীবন ওদের কেমন পাষাণ আঁখির
ধারাতেই।
এই ধরাতল সবাই সমান আলোক অবিরত
শশাঙ্ক ওই আলোক বিলায় সাম্যতার ওই
ব্রত।
ওরাও তোমার আমার মত কান্না হাসি কাঁদে
হৃদয় ওদের অনেক ব্যথায় বয় যে
অবসাদে।
আচ্ছা বাপী আর বলতে গেলাম আমি বুঝে
চলো বাপী ওদের দাওয়ায়, লড়াই করি
যুঝে।
আজ সকলে আমরা মিলি ধরতে ওদের হাত
ওদের পাশে দাঁড়াই গিয়ে করতে
মুলাকাত।
ওদের বাপী ব্যাগ কিনে দাও বই ভরে দাও তাতে
পারবে ওরাও হোক না বাঁকা পা দিয়েতেই
লিখে।
সেদিন বাপী একটি লোকের হাত দু টিই নাই
পা দিয়ে সে সবই করে, কাপড় করে
সেলাই।
ফেসবুকেতে সেই ছবিটাই বারে বারেই দেখি
বুকে ওদের বল যে অনেক আমরা দেই
ফাঁকি।