“ইচ্ছে করে”


(লেখাটি প্রিয় কবি এম ওয়াসিক আলি মহাশয়ের আজকের লেখার মন্তব্যে লেখা এবং তাকেই উৎসর্গ করা এ লেখাটি। তার কবিতায় অনুপ্রাণিত হয়েই এ লেখার সৃষ্টি। )


ইচ্ছে করে গোলাপ হয়ে
সুবাস ছড়াই অন্তরে,
প্রাণটি যেথায় লহুর স্রোতে
দিক ধরা সেই
প্রান্তরে।


ইচ্ছে করে সুবুজ শ্যামল
গুল্ম লতা সারি,
সতেজতার তুফান তুলে
মধুর দিতেই
গড়ি।


ইচ্ছে করে কোকিল সুরে
গাইতে সে রব গান,
মানবতা ক্ষুন্ন যেথায়
বেহাল করা
প্রাণ।


ইচ্ছে করে সাত মহলায়
সান্ত্রী রাজা রবে,
কপট যেথায় স্বার্থ শুধুই
আনতে পথে
সবে।


ইচ্ছে করে গাইতে সে গীত
সাম্যতার ওই বাস,
বুভুক্ষেতে বইছে ধরা
গোলাম বিবির
দাস।


ইচ্ছে করে ফাগুন রণে
রাঙিয়ে দিতেই ধরা,
গুঞ্জনেতে গাইতে অলি
সবাক মনো-
হরা।