"শয়তান"
(দুদিন খুবই ব্যাস্ত আছি, মূলত আমি ব্যাবসায়ী কীনা! কেউ আমাকে দিয়ে কবিতা লেখালেও আমি পয়সা নেই। তাই অনেকের লেখাই পাঠ করতে পারি নাই, আজ অধিক রাতে চেষ্টা করব)


ছলো ছলো আঁখি প্রায় সজলেতে ঘন ধায়
আঁখি তারা গগনেতে, কুলু কুলু ধ্বনি
তায়।
ধনণীর কোল তলে,পুষ্পেতে দলে দলে
সীমাহীন বেদনাতে, লহরেতে বয়ে
চলে।
তরঙ্গ সুমধুর বাজে নাতো কলি তায়
হিংসা ও বিদ্বেষে, নীরবেতে বয়ে
যায়।
মৃদঙ্গ বাজে নাতো গুঞ্জনে নাই অলি
লহু স্রোতে বানভাসি, চোরা আঁকা বাঁকা
গলি।
আহা! পারি নাতো মেনে নিতে, দিকে দিকে অবনীতে,
অসহায় মৃতপ্রায়, ক্রন্দনে গাহি
গীতে।
রণ সাজে দিক ধরা হলাহলে প্রাণ ভরা
আর্ত সে পুকারেতে, নাহি নাহি মনো-
হরা।
মাতমেতে কাঁদে প্রাণ, দিকে দিকে শয়তান
হায়েনার বুলি রবে, করে সবে কলো-
তান।
চলো আজি বন্ধনে হাতে হাত ধরি আজি,
ক্রান্তির ই প্রান্তরে, দিতে প্রাণ ধরি
বাজি।
সুমধুর বসুধরা গড়ে দিতে মনোহরা
চলো আজি পথে চলি, মুষ্টিতে প্রাণ
ধরা।