“সাঁকো”


(মাননীয়া প্রিয় কবি ড. শাহানারা মশিউর মহাশয়া তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী শিশুদেরকে যৌথ প্রকাশনায় একটি কবিতার বই প্রকাশের ঘোষণার পরিপেক্ষিতে তার সম্মানে আমার ক্ষুদ্র নিবেদন)


এক পৃথিবী আকাশ চাই আর একটু আলো
অঙ্গহীন দৃষ্টি রহিত দেখতে ভুবন
কালো।
একটু স্নেহ একটু দয়া দিলেই না হয় দানে
শিশির ফোঁটা কপোল বেয়ে না চাই
অশ্রু বানে।
এক আঁজলা দিতেই ক্ষতি এমন কী গো হবে
ধন্য ধরা মানবো মানুষ ধন্য তুমি
ভবে।
তোমায় সে দান জড়িয়ে বুকে খুশির ঝিলিক সনে,
ভুলেই যাব অক্ষমতা অসহয়তা
মনে।
আজ দিনেতে বিজ্ঞানেতে কত কিছুই হয়,
নকল হাত নকল পা বেশ ভাল কাজ
দেয়।
বিকলাঙ্গ হলেও মোরা বিবেক রহিত নহে,
হলেই কী বা বিকলাঙ্গ-অঙ্গ কী বা
দেহে।
স্নেহের সে দান রাখতে শিরে আলোক উষার রথে
জীবন মধুর গড়বো মোরা রইবো না আর
পথে।
তোমার আশা ও মামনী ব্যর্থ হবে নাকো,
ভরিয়ে দেব ভুবন প্রভায়
গড়তে প্রেমের
সাঁকো।