"রসে বসে'


বছর দুয়েক পার না হতেই
বৌমা ধরে রূপ;
কুরুক্ষেত্র হয় সে বাড়ি
যেমন অন্ধ
কূপ।
খুড়োর ছেলে ব্যাবসা পাতি
রমরমাতেই চলে,
তার মাঝে ভাই এ বছর ওই
হলো তারই
ছেলে।
খুড়োও নেই খুড়িও নেই
বৌমা বানায় গড়;
দেমাগ তারি চাল সে অতি
দূরেই রাখে
বর।
চালচলনে বালাই ষাট
শরম লাগে মুখ;
পরকীয়ার পাঁক সে নাচন
ছেলের, দুখেই ফাটে
বুক।
শাসন সে কী মানতে ভায়
তার কী রাজ চলে,
কইলে ছেলে দু চার বাত
চপেটাঘাতই
মেলে।
দুঃখে ছেলের বক্ষে তুফান
ভাঙতে চলে মন
বুঝতে চলে বাবা মাকে
তারাই পরম
ধন।
যখন খুড়ো খুড়ি ছিল
অনুশাসন বাঁধা,
তাদের বিনে নাচতে যে রয়
তার প্রণয়ের
রাধা।
বুক ফেটে যায় কষ্ট ভীষণ
আর্ত ক্রন্দনে,
জীবন তার ওই শাপ যেন এক
যুঝতে নারে
রণে।
সইতে না প্রাণ বইতে সে দুখ
বিবির গোলাম দাস;
জীবন নরক বাঁচতে ছেলে
গলায় নিল
ফাঁস।