"বরণ"


আমারই মিলন লাগি, তুমি
        শত ক্রোশ দিলে পাড়ি,
অশ্রুতে নীড় ভাসায়ে হৃদয়
        দরগাতে কত দরবারই।
কতনা যামিনী নির্ঘুম র'লে
        ছলো ছলো আঁখি তারা;
স্বয়নে স্বপনে বিহনে আমারই
          শঙ্কাতে মন মরা।
যাপিত প্রহরে লগনে লগনে
          ক্রন্দন ধ্বনি রোল;
ব্যথারই সাগরে লহরো উছলিত
           তরঙ্গ উতরোল।


ফিরে যাও সখী এইবেলা
        ডাকিও না আজি মোরে;
প্রেমের খেয়াতে ভাসায়েছি নাও
        চাহিহ না বাহুডোরে।
আর্ত রবেতে ডাকিছে ধরণী
        দেশে দেশে দ্বারে দ্বারে;
শোণিতের স্রোতে তটিনী বহিছে
          সুবৃহৎ সংসারে।
আজিকে দুয়ারে বেঁধো না মোরে
        বিলাসিতে প্রাণ অতি;
শুনিতে কী পাও! ওগো, শুনিতে কী পাও
       রবেতে ডাকিছে ক্ষিতি।


লহুতে আজিকে প্রদাহ ক্ষরিতো
         ত্বরিতের বেগে ধায়;
বহ্নিতে ক্রোধ গগনো চূমিছে
         ভানুকর তেজে প্রায়।
আজিকে রণেতে মাতিব প্রাণেতে
         নাসিতে দানবো রাজ;
দানবের দেশে দৈত্যের বেশে
         শাণিত হানিতে ঘাত।


সেদিন আসিব ফিরে, পৃথিবীরে
         ঢুলিতে আনিতে দ্বারে;
সাঁজিয়ে রেখো সে ডালি অপরূপ
         বরণ করিতে তারে।