Sanjay Karmakar
বাংলা কবিতা - ভারত
Rising Star  • t8Spl smonshionsrecrsdn  •  

"মিলন"


বর্ষা রানী দুঃখ কিসের অঝোর ধারায় ঝরো
আকাশ জুড়ে কালোয় কালোয় গুমরে কেঁদে মরো।
ঝলসে ওঠো অসীম দুখে বিজলি গতি ধায়
তোমার দুখের বান ভাসিতে শস্য
শ্যামল হয়।


আষাঢ় ভাষায় বান প্লাবনে দুষ্ট তোমার মতি
নীড় হারা হয়; কূল ভেঙে দাও অবাধ তোমার গতি।
বাঁধ ভাঙা সেই অঝোর ধারায় মত্ত প্রেমের সুখ
বাগ বাগিচায় হরিত কোমল
কিশলয়ের মুখ।


আর্ত জনায় তাও না দুষে তোমার গান ওই গায়
আমরা কবি কলম চালাই টাপুর টুপুর পায়।
আর কেঁদোনা বৃষ্টি রানী সুখের কথাই কই
অনেক বয়ে সাগর পানে মিলবে
তুমি সই।


সঙ্গমেতে অনেক হাসি হাসতে তুমি পাবে
রাঈ যে তুমি কৃষ্ণ সাগর মিলন
তোমার হবে