Sanjay Karmakar
Founding Members · 1triSp9 oonhslsorrseodi ·
"মহী"


ভরা আজি বারি ধারা অজয়ের খাতে বহে
উছলেতে আছাড়েতে কূল ভাঙে স্রোতে তাহে।
চারিধার জলময় ফুলাহারে গতিধারা
আজি গ্রাম নাহি ধাম হয় সবে
নীড় হারা।


বাসা বাড়ি জলে ডোবে অজয়ের জলে সারা
ছানা পোনা নিয়ে সবে আজি হয় দিশেহারা।
অবিরাম বর্ষণে ফুলে ফুলে ওঠে জল
আজি ধারা বানে মেতে বিষন্ন
হলাহল।


ত্রাহি ত্রাহি রব উঠে দিকে দিকে অনাহারী
উঁচু পথে ছাগ গাই মানুষের ই সমাহার ই।
ক্রন্দনে বহে বায়ু বিষ তার ছোবলেতে
ত্রাণ আর ত্রিপলেতে কোন মতে
ক্ষিদা মিটে।


সরু নদী অজয়ের কুলু কুলু বারিধারা
প্রশান্তি লয়ে হৃদে কালে কালে মনোহরা।
গাঁয়ের ওই ছোট নদী ভীষণেতে বহে আজি
যেন মান ভারি তার ক্রোধে হয়
গররাজি।


দুর্গতি সীমাহীন তাও সে তো হৃদে রয়
বান গেলে প্রাণ হয়ে জীবনেতে কথা কয়।
গ্রাম্য সে তরু লতা উর্বরা প্রান্তর
সে তো দান অজয়ের ই মহী
তার অন্তর।