কী যে হলো! বড় হুলো, হুল ফোটা দিন অতি
নিপীড়নে ঢলে দিন; বড় বাপু দীন গতি।
দিন যায় রোগ ধায়, পথ্য ও পানাহার
তারি ঠেলা বড় ঠেলা হইতেছি জেরবার।


মাথাটাই হলো গোল শরীলেতে সার নাই
শূল ব্যথা চমকায়, বুকে পিঠে ঘাড়ে ভাই।
হাত পা'য়ে মারে ডাঙ রগে রগে রাশ ভারি
ভালো কিছু লাগে নাকো চলিতেছে ডাক্তারি।


সুবা থিকে সাম তক নানাবিধ রকমারী
পিল খাই জোড়া গোটা নাই কমা নাই দাঁড়ি।
তায় কমা! রোগ জেনো; আধুনিক অতিমার
কথা কয়, কয় নাকো! বড় জোর দম তার।


বুলবুলি চলে গেছে শিস দিয়ে ল্যাজে পাড়
দম ঘুটে মরি বাপু, দফা রফা কাম কাজ।
শুয়ে বসে আছি কভু, ঘুড়ি ফিরি দানা খাই
কী জানি কী যে হলো! মরা রোগ বাজখাই।


খাওয়া দাওয়া! মুখ গেছে; তিতে কটূ স্বাদ অতি
দুই গ্রোস নিতে মুখে, পানি খুঁজি আতি পাতি।
পার কত দূর ভাবি, নাকি পার দিবে যম
সিঁধা গোটা সাথে লবে; ঘাড় ধরে মোক্ষম!