Sanjay Karmakar
oorsa0at0tP814982y94MM75:  ·
পরমপিতা


পরমপিতা, তার চেয়ে আপন, নাই কো আমার কেহ,
তার তরে হৃদ, মনন আমার, অরূপ রতন দেহ।
রণ যে আমার, তার ওই সাথে,
ঐশী তার ওই, ভাব ধারাতে,
বিরূপতার, অপার সে ঘাত; আমিও রত, সে ও!!


Sanjay Karmakar
oorsa0at0tP814942y94MM75:  ·
মন যমুনার মাঝি


জীবন যাহার, তাহার মাঝেই, মন যমুনার মাঝি
ভয় কী সে তার, আর হারাবার, প্রভাত কী বা সাঁজ ই।
কৃপায় তার ঐ, ঝঞ্ঝা তুফান,
পার হয় দূর, সমুখ সমন,
আকাশ যদি, ঘনায় কালোয়; মাথায় পড়ে বাজ ই।


Sanjay Karmakar
oorsa0at1tP814912y93MM75:  ·
ত্বরিত গতি


ঘুষ নিলে কাজ, ত্বরিত গতি, সোনার ফসল ফলে,
সবাই তো তাই, জেনে বুঝেও, ঝুলায় বাবুর গলে।
দোহন বিনে দুধ কী মিলে,
গাই কী মহিষ রসিক বিলে,
শ্যাম রেখে কূল করছো জবাই; যাচ্ছ এমন বলে??


Sanjay Karmakar
nosSo472t4ac6M15P95:My60a  ·
পরম ধন


ও মেয়ে তুই ধর্মে মতি, কবের থেকে হ'লি!!
জপ তপ আর, ফুলের মালায়, ভর রে সাজের ডালি।
ওঙ্কারে মন করলে সাধন,
সেই তো পায়, পরম সে ধন,
তার ছায়ে রয়, চন্দ্র রবি; সত্য, দ্বাপর, কলি।