মণিহারে মন মননে আমার গুলাবের সমাহারে/ পেয়েছি যাতনা চেয়েছি যত না/ চেয়েছি যত না তারে।
নতজানু তার বালুকার চর/ মরুভূমি ময়দানে/ পিপাসার সনে সিঞ্চনে প্রেম/ গিয়েছি তাহার দ্বারে।
দ্বারকার দ্বার ভেবেছিনু তার/ পদ্ম যুগল আঁখি/ ভাবিনি এ মন পরম সে ধন/ সাবেকী সকলি মেকি/ সাবেকী সকলি মেকি।
মণিহারে মন মননে আমার গুলাবের সমাহারে/ পেয়েছি যাতনা চেয়েছি যত না/ চেয়েছি যত না তারে।
আত্মশ্লাঘার / আতুর সে দ্বার/ মর্মরে হৃদ তার/ কাছে গিয়ে তার/ হৃদয় জমিন/ হেরেছি গো বার বার। হেরেছি গো বার বার।
গোপনে স্বপনে সে বীজ রোপনে/ ছলনা যথায় প্রাণ/ প্রণয় যেথায় নাই মদিরায়/ নাই সে নদের গান।
সে নদ বাহিত /হলাহলে তার/ হৃদয় গিয়েছে পুড়ে/ দু চোখ বাহিত অশ্রু আজিকে/ গগনে নিনাদে সুরে।
নতজানু তার বালুকার চর/ মরুভূমি ময়দানে/ পিপাসার সনে সিঞ্চনে প্রেম/ গিয়েছি তাহার দ্বারে।
আত্মশ্লাঘার / আতুর সে দ্বার/ মর্মরে হৃদ তার/ কাছে গিয়ে তার/ হৃদয় জমিন/ হেরেছি গো বার বার। হেরেছি গো বার বার।
মণিহারে মন মননে আমার গুলাবের সমাহারে/ পেয়েছি যাতনা চেয়েছি যত না/ চেয়েছি যত না তারে।