Sanjay Karmakar


  · 23 mins  ·
"মনোচ্ছবি"


"কবে যে এ-কাল! বিহনে বিরহে কাঁদে মন,
বিদেয় হবে সে কালের ই-প্রান্তরে।
উত্তাল ধরা হবে মনোহরা, সসাগরা,
ভাবি মনো অন্তরে।


বিহঙ্গ রবে সবে কথা কবে উদীচী শোভিত করে,
ধরিবে সে গান, মনো বীণা তান
প্রত্যুষে দিবাকরে।


ফলে ফুলে জলে শোভা নীলাচলে;
গতি তারি ধারা নাহি সুখো হরা,
ভাবি আমি কবি সুখো মনোচ্ছবি,
হবে মনোহরা!


বহিবে না কাল সকাল বিকাল; মলিন অসূয়া তায়
বায়ু সুবিমল হবে সুশীতল; নাহি কলরোল
নহে করোনায়।"