"শ ম শহীদ"


করো লাঠির-জোগার
মারতে হবেই দোগার!
আর কতদিন-
হারে ছাড়ে
বাড়াই সময় ভোগার।


হিসেব নিকেশ থাকুক
যেমন-তেমন রাখুক
শীর্ণ মনের দীর্নতা আজ
রুধির রেঙেই ঢাকুক।


শিক্ষা ওদের দেবোই,
উপায় কিগো সে' বৈ?
পাওনাটা যে-
অনেক দিনের
এবার বুঝে নেবোই।


"সঞ্জয় কর্মকার"


তিন গুণনের খাদ্যে বোধহয়
ঝালটি ছিল ঠাসা;
তাই কি বাবুর হটাত এমন
রুধির তলে গোসা!
.
গোসাই তোমার গোঁফের তলে
দুইটা ঠোঁটের মাঝে;
ঝন ঝন ঝন শব্ধ আজি
তাই কি গরম বাজে।


"শ ম শহীদ"


বাজনা বাজাই
খাজনা সাজাই
ফসল ভরা মাঠ!
মুড়কি খেয়ে
তুরকি নাচন
মজা লুটেন লাট!


উদয় অস্ত
আপন হস্ত
কর্মে নিমজ্জিত;
শূন্য হাঁড়ি
স্বেতবারি
ঝড়াই অবিরত।


মূদ্রা এক-ই
উল্টে দেখি
ভিন্ন শুধু ছাপা;
'মামার চেয়ে
আমার ভালো'
শুনছি কেবল চাপা!


চাপার জোরে
ধূলো-ওড়ে
বিবেক পড়ে ঢাকা;
আর কতদিন
জড়িয়ে ঋণ
চুপটি করে থাকা।


"সঞ্জয় কর্মকার"


অ বাপুলি
পিঠা পুলি
লরম গরম
অতি;
অস্ত্র হাতে
মুলাকাতে
লগত দিবা
পাতি।


পোস্ত বাটা
লবন ঝালে
বেশ করিয়া
ঘেটে।
ঠাইসা ধরি
মুখরা কানাই
দিবা অদের
পেটে।


ঝাল আর ঝোলে
ভূমের তলে
যাবেই ওরা
সেঁটে।
কানতে রবে
রব্ টি তুলে
কইবে মরদ
বটে!