Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · 4itSp onmddinsoruecendsi  ·
"মি। মোদি , দিদি চিন্তা করুন এবার"


প্রস্তাবনাঃ করোনা পরিস্থিতি আজ। এর পর আরও কি কি জানি আসবে তাই শিক্ষা ব্যাবস্থা এমন হোক; কে জি, নার্সারি স্কুল তুলে দিক সরকার। পড়াশুনা হবে ইংলিস মিডিয়ামে তবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা হবে কম্প্লালসারি। ক্লাস ওয়ান থেকে ক্লাশ ফোর স্কুলে নয় শিক্ষার দায়িত্ব নিতে হবে বাবা মা'কে। কোর্স বই পত্তর দিয়ে দেওয়া হবে। শুধু হাফ ইয়ারলি আর এনুয়াল পরীক্ষা হবে স্কুলে। মাতৃ ভাষায় পাস না করলে প্রমোশন দেওয়া হবে না। ক্লাস ফাইভ থেকে শুরু হবে স্কুল। ততদিনে বাচ্চা অনেক বড় হয়ে যাবে, চিন্তা কম থাকবে। তবে ক্লাস ফাইভে এডমিশন হবে দু-মাসের কম্প্লালসারি ট্রেনিং ও পরীক্ষার পর। এমন নিয়ম লাগু হলে করোনা বা তার পরবর্তী আর যা যা আসবে তার এফেক্ট যেমন বাচ্চাদের উপর আসবে না তেমনই বিনা যোগ্যতায় প্রমোশন ও মিলবে না। বাবা মা বাড়িতেই বাচ্চাকে তেমন ভাবে তৈরি করবেন বলা বাহুল্য। মি। মোদি , দিদি চিন্তা করুন এবার।