Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JtuuousuSlt podnrnsfnorenodw  ·
বিরহের লেখা,"মৃতের স্তূপ"


ছিন্ন পাতায় সেদিন বেজে উঠেছিল মধুর কল্লোল
ওষ্ট জড়ানো সে মধুর হাসিতে ছিল মহুহার সাজ;
পড়ন্ত বিকালের বিদায়ী আভায় গুলাবের হাতছানি
পল্লব ঘন স্নিগ্ধ বনানীর শীতল আভরন; ঘন কুহেলির
ঘেরাটোপে ভাসতে ভাসতে কখন যে সূর্যাস্ত হয়ে গেল
রাতের অন্ধকারে দূর হতে দূরে অনুরণিত হতে হতে
মিলিয়ে গেল সেই কণ্ঠ সেই ধ্বনি; আমি তোমায় ভালোবাসি
আমি তোমায় ভালোবাসি....................................।।


নিকস কালো রাত শুষে নিতে চায় প্রাণের ইন্ধন
ব্যাপ্ত মরু বালুকায় রচিত শূন্য মরূদ্যান।
হতাশার বহ্নি শিখায় উদ্ভাসিত হতে চলে ঘন আঁধার
সিক্ত বেদনার অশ্রু বারিতে সিঞ্চিত হয় অঞ্চল।
সে সুর সে কণ্ঠের ঘাত আঘাতে ছিন্নভিন্ন
হৃদয় সাগরে বয়ে চলে উথাল পাথাল ঢেউ এর রাশি।
কেঁদে কেঁদে ওঠে হৃদ; পলেস্তরা খসা মর্মরে
লিখিত হয় সেই ধ্বনি সেই আওয়াজ-আমি তোমায় ভালোবাসি
সত্যই আমি তোমায় অনেক অনেক ভালোবাসি............।।


উত্তর দিনের অবসানে ভাবিত ভারাক্রান্ত মন
তুলাপাত্রে মাপিত হতে চলে অশনির বার্তালাপ।
সুক্ষ বিচারে চিহ্নিত হতে থাকে গলিত প্রদাহ
নির্ঝরে ঝরে চলা ভ্রান্ত সে পতিত ক্ষতে
পরিব্যাপন করে চলে বেদনার অশ্রু ধারা।
চির বৈরিতার অবসানে মন চাইলেও ততক্ষণে
তুষার ধবল হিমালয় পর্বতের শীর্ষে
আরোহিত সে নিকুঞ্জ পর্যবসিত মৃতের স্তূপ।