Sanjay Karmakar
12 hrs  ·
(দ্বিতীয় খন্ডটি পাঠ করবার আবেদন রইল)


"প্রথম খন্ড"                                       "দ্বিতীয় খন্ড"


মৃত্যু যেদিন আসিবে দ্বারে              মৃত্যু যেদিন আসিবে দ্বারে                                  
            নিয়ে যাবে মোরে সাথ                 নিয়ে যাবে মোরে সাথ
দুকূল ভাসায়ে বিলাপ ও প্রলাপে      দুকূল ভাসায়ে বিলাপ ও প্রলাপে
      কেঁদো নাকো দিন রাত।               কেঁদো নাকো দিন রাত।


যে পথ মাড়ায়ে এসেছি হেথায়ে        পূজনে মানবে মানবিক মন
            যে কাজ এসেছি ফেলে                    ছন্দ তাহার দোল
গতি তারি সাথ দিও হে পরম-          কী রয় জনমে! জমিরে সে ধন
       রেখো নাকো অনাদরে।                   না রয় তাহার মোল।


আজিকে মেদিনী কাঁদিছে অকূল         মরণে মরমে মানবে জনমে
               কাঁদিছে মানব সবে               অসুরতা করে গ্রাস          
মানবতা হীন পাষাণ সে তল             রিপু তরি বশ নাসিতে হৃদয়
           বুকে নিও অনুভবে।                  রয় নাকো আনমোল।


ক্রূরতা হেথায় করিতেছে রাজ           ধন সে পরম মন ও মরম
              হুকুমের তলে দাস                 দিও নাকো তারি তল
দৃষ্টি তথায় দিও হে পরম                    বধিবারে শঠ নিও তারি পাঠ
        থেকো তারি পাস পাস।                  সমুজ্জ্বল, অনুক্ষণ।


মৃত্যু যেদিন আসিবে দ্বারে               যে পথ মাড়ায়ে এসেছি হেথায়ে
            নিয়ে যাবে মোরে সাথ                  যে কাজ এসেছি ফেলে
দুকূল ভাসায়ে বিলাপ ও প্রলাপে          গতি তারি সাথ দিও হে পরম-
       কেঁদো নাকো দিন রাত।                 রেখো নাকো অনাদরে।  


                                            মৃত্যু যেদিন আসিবে দ্বারে
                                                      নিয়ে যাবে মোরে সাথ  
                                            দুকূল ভাসায়ে বিলাপ ও প্রলাপে  
                                                   কেঁদো নাকো দিন রাত।