"কবিতা"


কবিতা রাঙা চরণ তলার মায়ের মিষ্টি কুসুম কলি
কবিতা লাব্যনেতে ভরায় ধরা ফোটায়
লতায় অলি।
কবিতা চাঁদ আকাশের জ্যোছনা আলোক স্নিগ্ধতারই রূপ
কবিতা আঁধার রাতের স্বপ্ন সুখে দেখতে
অপরূপ।
কবিতা কালো মেয়ের কাজলা কালি বাসতে ভালো প্রাণ
কবিতা যুগ যুগ যুগ অমর কথা হয়না
কভু ম্লান।
কবিতা ঊর্মিমালার অরূপ গাথা লহর উছল ধরা
কবিতা প্রেমের বাণী ঐক্য গানে দারুন
মনোহরা।
কবিতা দুঃখী মায়ের আঁচল তলে, ঢেউ তুলে দেয় প্রেম
কবিতা সুখ দুঃখের সময় সাথী যেমন
ধরো হেম।
কবিতা সাম্যতারই রং মেখে দেয় গরিব ধনী জনে
কবিতা দুচোখ ধারা বইতে সাগর ব্যথার
প্রবল বানে।
কবিতা আকাশ তারা জোনাক আলো ঝিমমিলে রং তার
কবিতা হীরক দেশের অপার শোভা হীরক
মোতির হার।
কবিতা উষ্ণতারই প্রলেপ মাখা শীতল দেশের তাজ
কবিতা উপড়ে ফেলে ভ্রষ্টাচারের যেমন
শাণিত বাজ।
কবিতা পরীর দেশের গল্প কথা জান্নাতের ঐ নাদ
দিও ঠাকুর হৃদয় আমায় কবিতার
ঐ স্বাদ।