"বৃষ্টি"


বৃষ্টি মেঘ ধূপ আর ছায়ে রোমাঞ্চেরই গাথা
বিজলি করক মেঘ চিঁড়ে প্রাণ
কয় যে অনেক
কথা।
সাগর জলে তপন তাপে বাষ্প মোচন গান
            ধূলিকণার অমোঘ দানে
                 মেঘ ফিরে প্রায়
                        প্রাণ।
স্রোতস্বিনী ঝর্ণা ধারায় বইতে চলে বারি
মোহনার ওই সঙ্গমেতে
মিলতে জল ওই
তার ই।
জলধ বাদল সাগর জলের মেঘবতী মেয়ে
         ঝুম ঝুম নাচ পায়েল পায়ে
                   হাসতে খেলে
                       গেয়ে।
গাঁ এর কৃষাণ ভাবনা তার ঐ ক্ষেত খামার এই প্রাণ
জল প্রদানে শস্য ক্ষেতে
চায় যে তার
ঐ মন।
মন লোভিনী মায়ায় তার ঐ ধন্য ধরার তল
                বৃক্ষ লতা গুল্ম দ্রুমো
                   দেয় যে প্রেমের
                          ফল।
চক্রবতে ঘুরতে তারা জাগায় প্রাণের আশা
          মেঘ ভূম তল আকাশ সাগর
                  আমার ভালো-
                         বাসা।