"ফাটকা"


রথের মেলায় লটকা বেচে ফতুর মিঁয়ার কপাল খোলে
এত্ত টাকা কামায় নিল, তিন মহলার
দালান তোলে।
হই হই রব পাড়ায় গাঁয়ে কারসাজি সে করলো কী!
নাকে তেল সর্ষে দিয়ে খায় যে তারা
খাঁটি ঘি।
তাকে তাকে রইলো তারা লটকা দিয়ে ফাটকা খেলা
শক্ত হাতে ধরতে তারে কী করে হয়
টাকার মেলা।
ফন্দি ফিকির করতে তারা তীখ্ন নজর তার ঐ পানে
রসিক বাবু ভস্ম গায়ে নজর মিনার
তার দোকানে।
শেষ মেষেতে পরলো ধরা; কারু কলা,  তার ঐ ছল
ইয়াবা কেনে তার দোকানে খারাপ ছেলের
অনেক দল।
দল দলানী ফাল ফালানী উত্তম আর মধ্যমেতে
পুলিশ সালিস ফাঁসল মিয়া; এখন, হাল মারে সে
জেলের ক্ষেতে।


“ফোঁস ফোঁস”


কভু নয়, কভু নয় ঘোরতর অন্যায়
যদি; ভূতে করে জ্বালাতন চাতুরির বন্যায়,
টপ টপ ঝরে পরে
ঘরে ঘরে দ্বারে দ্বারে,
হাহাকারে দিশেহারা দিন রাত কান্নায়।


যদি হয় জ্যান্ত থাকে যদি প্রাণ তো!
শাসকেরা যদি হয় ভূত জল জ্যান্ত,
মতি হয় দিশা হীন
ফোঁস ফোঁস ধরে বীণ,
দেশ যাবে রসাতলে, কিনারাতে ভ্রান্ত।