“প্যান প্যান”


ফতুর মিঁয়ার মতই অনেক, হিন্দু কী বা মুসলিম
ছল চাতুরী তাদের পেশা, নটে গাছে ধরায়
সীম।
ধুরন্ধর চালাক তারা বেশ ভূষাতে সাহেব যেমন
হাব ভাবেতে হৃদয় হরা দেব দেবতা দেখতে
তেমন।
পড়লে পাঁকে এগিয়ে আসে মানবতার ঝরায় বুলি
যেমন মধুর সুরেই ডাকে আমার পোষা
বুলবুলি।
ট্যাকের কড়ি ঝাড়তে তারা হাতি ঘোড়ার গল্প বোনে
ভক্তি হৃদে তাদের ধরেই, সবাই; দিন ফেরানোর
দিন গোনে।
গনৎকার যেমন বেচে কপাল দেখে পাথর ভায়া
বলছি আজি শুনুন কথা; তারা সবাই চারটি
পায়া।
কাজটি তাদের হাসিল হলেই; ধারে কাছে পাবেই নাকো
পই পই ভাই বলছি তোমায়, তাদের থেকে দূরেই
থেকো।
সাবধানেতে চলতে পথে চোখ কান ভাই অন্ধ ক্যান
হারিয়ে ধন পুলিশ সালিস করবে হবে
প্যান প্যান।


"সেই ভালো"
(বাজেট যা ইচ্ছে হবে সাধারণ মানুষের তাই মেনে নিতে হবে, অতঃ)


সেই ভালো, সেই ভালো নাই কোনো ঝক্কি
যাক উড়ে বহুদূরে ধর হতে পক্ষী!
দুই গ্রোস দুই বেলা
হেলে ফেলে দুলে চলা,
চোখ কান দিও নাকো, যাই করে রক্ষী।