"লটকা"


দ্যাখ রে বুল পাগল কেমন কবিতারে ধরতে চায়
আমি তুই পালিয়ে বেড়াই; তার থেকে দূর
উড়তে বায়।
বুঝবে ঠেলা আমার মতন-হুশ আর তাল হারিয়ে গেলে
ফতুর হতেই কাম ধান্ধা সব কিছু ভায় গুলিয়ে
ফেলে।
তার সে টান অমোঘ রে ভায়-বুঝছি আমি হাড়ে হাড়ে
তাই তো দু কান বন্ধ রাখি চোখ দুটিকে অন্ধ
রে।
বন্দরেতে জাহাজ যেমন শিকল দিয়ে বন্দি হয়
কবিও তেমন কবিতাতেই জঞ্জিরেতে লটকে
রয়।
তার চেয়ে ভালো লটকা বেচা রথের দিনে পথের ধারে
হাজার লোকের সমাগমে, দু চার কড়ি গুনতে
ওরে।


“অবুঝ”


এক যে শিশু অবুঝ অতি ভাবতে থাকে তারায় দেখে
মা যে বলেন বাবাই নাকি থাকতে গেছে ওদের দেশে।
তার কী মন কাঁদেই না
দেখতে আমায় পায় সে কী না!
তাই তো রাতে দাঁড়িয়ে মাঠে আকাশ মানে চেয়েই থাকে।


লিমেরিকের ধারায় লিখলেও গদ্য ছন্দেই লিখলাম।