স্বপ্নে সুখ শ্মশানে শান্তি-বিরাজে সোনার আলো
মোহ রতি কাম-বিত্ত ও ধন ধরার মাঝে
কালো।


দ্যুতি প্রভায় স্বর্ণ তেজী তার প্রতি হয় প্রীতি  
জল বিনেতে জীবন না রয়-মূল্য তারই
অতি।


বিত্ত ধনে সাধলে জীবন ছল ও বলেই মাতি
ভক্তি করে সবাই তারে-কারণ সে ভয়
ভীতি।


মানীর সে মান উৎস হৃদয়-রইতে নারে ধন
সাধ্য যাহা সাধতে সমাজ-ধরলো যে জন
পণ।


"পশু"


রক্তে ওদের অসুর ঘোরে হৃদয় ওদের নাই
ধ্বংস প্রলয় ওদের কুবাস-পশুর কূলের ভাই।
মারতে ওদের পণটি করি
ঢাল তরবার আজকে ধরি,
শুনবো না আজ কোনও কথাই-তোমায় পাশে চাই।