Sanjay Karmakar
badge icon
Founding Members
  · tSgponAulegrugcmgsusot 31u ogatasr Shr3esduho:50 PM  ·
"সাধু তার বেশ ধরি"
.
গাজা খেয়ে ভজ হরি সেই দিন তেতলায়
কথা তার ভারি ছিল থেকে থেকে তোতলায়।
রাম শ্যাম যদু মধু ভাবে কিনা ভজ হরি
গুরু দেব বুঝি হবে! ছিল কিনা বড় দাঁড়ি।
যেই ভাবা সেই কাজ পড়ে যায় পায় তার
বাহিরেতে বলি হারি মনে ছিল কিছু আর।
সাধু বাবা সাধু বাবা সাজে তারা মালা গলে
দুই হাত উঁচু তায় হরি হরি বোল বোলে।
দশ গ্রাম রটি গেলো রুটি বেলা সাধকের
ভজহরি নাম ধারী বড় কাটা তিলকের।
সেই শুরু শুনো গুরু গুরুদেব ব্যাবসাতে
রাম শ্যাম যদু মধু মহলেতে রাত কাটে।
দক্ষিণা দানে ভুঁড়ি বাঘা হালে বলিহারি
চলো লেখা ছেঁড়ে ছুঁড়ে সাধু তার বেশ ধরি।


"নামাবলী"


চেনা আর অচেনাতে ফেসবুক জমানাতে
সুখে দুখে দিন কাটে সংসার কোন মতে।
হাসি গানে হুল্লোর ফ্যাশনের ছড়া ছড়ি
কাটি ঘাস ফুল তুলি থেকে থেকে ছাড়াছাড়ি।
শর্ট টপ হাই হিল মেক আপে ষোলো আনা
ছেলে কিবা মেয়ে তায় চেনা তারে যায় না।
বধূ নাই সংসার থেকে থেকে অভিসারী
গায় আর গতরেতে সমতা যে পাইকারী।
পেয়াদার ঝাঁজ নাই আছে ধারা নারী দের
ঠেলা দিলে মেলা হবে স্থান পিছে গারদের।
নামাবলী বহু আছে মন ভালো লাগে নাই
তাই বাপু আর নহে হেথা হতে ভেগে যাই।


"ইলিশ মাছের মুড়ো"
.
আজ বুঝি ঝোল ইলিশ মাছের মুড়োই দিছে ভাবি
তপ্ত শিশের বল না ছুঁড়ে; প্রেমের দিছে দাবি।
দব দবানি বন্ধ হলো আজ বুঝি মন ভালো
তাই কি পরাণ ডাগর ডাগর নাগর টলোমলো।
মতি ঝিলের পাশেই আজি মিষ্টি সুহাগ পান
তার সাথে দা কৌটা দুয়েক তামাক ভরে খান।
ঝড়ের শেষে শান্ত আকাশ আজকে সুখের দিন
দুজন মিলে গড়ের মাঠে নাচেন তাধিন ধিন।