নানার বাড়ি দারুন মজা বকা ঝকা কিছুই নাই
জ্যোছনা রাতে জোনাক খুঁজি রাতের আঁধার আলোক টাই।  
বেলের ঘোলে মনটি মাতা
নাই কো পড়া-বই ও খাতা,
ফিরলে বাড়ি শাসন বারণ, দারুন রকম যাচ্ছেতাই।


তাই ভোঁ ভোঁ রেলের গাড়ি যাচ্ছি চরে পগার পার ই
কু ঝিক ঝিক; ঝম ঝমা ঝম, নাইকো বিরাম নাই কো দাঁড়ি।
দু এক মাস আয়েস করে
পায়রা ঘুঘু গুলটি মেরে,
হৃদয় খানি ফেলেই সেথায়, ফিরতে হবে আবার বাড়ি।


ইস! কী দুঃখ।


"ধারাপাত"


চাঁদ ও চাঁদু ভোলার দাদু করচা ভালোই কারনামা
ভাঙা কূলোয় ধান মেপে দেয় ও পাড়ার ওই যদুর মামা।
জল বিনে কী বাঁচতে পরাণ
দুস্থ গাঁয়ের কানাই হারান,
দু নয়নের ধারাপাতেই, ভেজান তাদের ছেঁড়া জামা।