"নারী দিবস"


নারী দিবস! সে তো রোজই, পথে ঘাটেই চলে
দিন দাহারে জ্বলিয়ে চিতায় প্রিয়াঙ্কাকে
তোলে।
ঘর বাহিরে নারী দিবস সলতে জ্বালায় বাতি
দিবস কেনে! নির্যাতনেই, নারী দিবস
রাত ই।
ঢঙ্কা বাজে শক্তি নারীর কলম খাতায় লেখা
হর এক পল দিবস পোড়ে কাজলা কালির
দেখা।
নারী সে তো পণ্য জেনো বিকিকিনির হাটে
দিবস দিবস করেই সবে সাঙ্গ করে
বটে।


"দেবী"


নারী তো নাড়ির টান অপরূপ মাতা
মমতা ও স্নেহ দানে গড়িলেন
পিতা।
মাতাময়ী স্নেহময়ী তিনি অপরূপ
ভগ্নী ও জায়া রূপে নানা তার
রূপ।
বালিকার বলাকায় জীবন মধুর
তরুণী সে অরুনিমা সাজ সে
বঁধূর।  
ত্যাগ আর তিতিক্ষায় অমলিন তিনি
তার স্নেহ মমতায় রই চির
ঋণী।
ধরণীর কোনে কোনে অবদান তার
নারী জেনো দেবী মাতা রূপ
বিধাতার।