Sanjay Karmakar
  · proedoSstnutl4gs179g2cglfo9tm17u11m0746ctwu1c l2J7tngt70i1u6  ·


নারী
তুমি বিশ্বজনীন মাতৃরূপেই স্থিত
জননী জায়া ভগনী কভূ বা-
বহুধায় বিভেদিত।


মমতা তোমার অপার অসীম
স্নেহের আকর তুমি
কৃপায় তোমার সৃষ্টি সৃজন-
অপরূপে অভিগামী।


নারী
তুমি ভুবন মোহিনী ভাবনায় যাও বয়ে
আশারই কিরণে কিঙ্কর তুমি-
শত ব্যথা লও সয়ে।


সজ্জায় রও শয্যায় লও শত রূপে শত গুণে
আগে পিছে রও সুখ আর দুখ;
আবাদেতে কিবা রণে।


নারী,
তুমি আছো তাই এ মন গহীন
একতারা সুর বাজে-
নারী;
তুমি আছো তাই সব ভুলে যাই
দুঃখ এ মন মাঝে।


(যারা প্রথম ভাগ পাঠ করেন নি তাদের জন্য দিলাম)


নারী
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি


নারী,
তুমি আছো তাই এ মন গহীন
একতারা সুর বাজে-
নারী;
তুমি আছো তাই সব ভুলে যাই
দুঃখ এ মন মাঝে।


নারী,
তুমি আছো তাই ভুবন মধুর
মৃদঙ্গের ওই তান,
তুমি বিনে মন শুষ্ক মলিন
বেদনায় বহে প্রাণ।


নারী,
তুমি আছো তাই দিবাকর রাজ
আলোকের বহে বান
তুমি আছো তাই বিভাকর চাঁদ
জ্যোৎস্না ঝরায় মন।


তুমি আছো তাই, তুই আছো তাই
পাখির ওই কলতান
তুমি আছো তাই তটিনী বহিছে
ঊর্মি গাহিছে গান।


তুমি আছো তাই প্রেমের ভুবন
ভালোবাসা রয় জেগে


নারী,
তুমি আছো তাই এ মন মানব
রাগ আর অনুরাগে।