Sanjay Karmakar
  · Sonpoetsdr30c i4a8lf9lo2t5g209hsuiJ61n777fl1tfwc41404uuui262  ·


নারী
তুমি শক্তি স্বরূপা সিংহ বাহিনী রহো
নারী তুমি ধ্বংসের নাদ
রুধিরে প্রবাহে বহো।


তোমারি জতুর জ্বালাতে কতনা
শূর বীরে হয় হত
নারী তুমি জ্বালামুখী জাল
ছলনাতে রও রত।


তথাপি তোমারি উজলা গগনে
ঊর্মির নাদ শুনি
প্রমাদে প্রহারে প্রলয়ে সমীপে
তোমাতেই মন ভ্রমি।


তুমি আছো তাই, তুমি আছো তাই
শ্বাস বায়ু প্রাণ বহে
দিবাকর উঠে; অস্ত সে যায়
মলিনতা নাই তাহে।


নারী,
তুমি পূজ্য সদাই তুলনা তোমার নাই
সৃষ্টি সৃজন কিংবা বিনাশে-
আহারে বিহারে নিদ্রা যাপনে
দুর্গা কিবা চণ্ডী রূপেতে
সদা পূজিতেছি
তাই।