নারী,
তুমি আছো তাই এ মন গহীন
একতারা সুর বাজে-
নারী;
তুমি আছো তাই সব ভুলে যাই
দুঃখ এ মন মাঝে।


নারী,
তুমি আছো তাই ভুবন মধুর
মৃদঙ্গের ওই তান,
তুমি বিনে মন শুষ্ক মলিন
বেদনায় বহে প্রাণ।

নারী,
তুমি আছো তাই দিবাকর রাজ
আলোকের বহে বান
তুমি আছো তাই বিভাকর চাঁদ
জ্যোৎস্না ঝরায় মন।


তুমি আছো তাই, তুই আছো তাই
পাখির ওই কলতান
তুমি আছো তাই তটিনী বহিছে
ঊর্মি গাহিছে গান।


তুমি আছো তাই প্রেমের ভুবন
ভালোবাসা রয় জেগে


নারী,
তুমি আছো তাই এ মন মানব
রাগ আর অনুরাগে।