Sanjay Karmakar


  · tco9tn14 hcrsh3f34ior00s4d97h  ·
"নেতাজি সুভাষ"


অনল সম তেজ তোমারি তপন সম জ্যোতি
কর্মে তোমার গর্বে জাতি আকাশ ব্যোম আর ক্ষিতি।
অমর তোমার নামটি ভবে সৌরভের ওই গাথা
রক্ত তুমি চাইলে দানে আনতে স্বাধীনতা।
ব্রিটিশ জাতির চক্ষে ধূলায় অন্তরীণের বাসে
পালিয়ে তুমি গড়লে সেনা কাঁপলো তারা ত্রাসে।
দিল্লি চলো ধ্বনির স্লোগান সাধলে সে পণ অতি
রণ সে তোমার আজাদ সেনার ধন্য হলো জাতি।
শৌর্যে তোমার সুবাস ধরা সৌর তার ওই তাপ
জাগলো ভারত তোমার গাথায় অনেক অনুতাপ;
কোথায় গেলে কী হলো তা; রইলো অজানা
ভারত স্বাধীন করলে তবু তোমায় পেলাম না।
বীর সেনানী তোমায় জানি তোমায় মোরা চাই
সৌদামিনীর জ্যোতির জাতি তোমার গাথাই গাই।