ক অক্ষর গো মাংস-তারাই নিধি রাম
চামচা জুটে যায় যে তাদের;
ডাইনে কী বা
বাম।
হরির লুটের দেশটা ভাবে কপট তাদের ছল
ঘোলা জলেই জাল ফেলে দেয়;
হতচ্ছাড়ার
দল।
গুনতে কড়ি ঘোরেল পাঁকে বানায় প্রাসাদ ভারী
তাদের ভয়েই চুপসে লোকে;
দেয় যে গড়া
গড়ি।
আমরা কবি আমড়া চুষি মসির বাণেই রই
গা ছাড়া ভাব ঘরের কোণে;
রাঁধতে কথার
খই।
আসুন আজি পা ফেলি পথ-প্রতিবাদের ঝড় ই
বই খাতা পেন দূরেই রাখি;
ধরতে ওদের
শির ই।