Sanjay Karmakar
  · 4 mins  ·
বিরহের লেখা, "নিনাদ"


উপহাসে যারে মাতিলে জীবন ভুলে গেলে ভালোবাসা
প্রতিদানে প্রেম বিছালে সে জাল; ছল ও কপটতা।
সে দান অমোঘ অশনি সম সে; ঝরালে আঁখির বারি
ক্ষোভ ও ঘৃণা আজিকে হৃদয়ে; ভুলিতে কি আর পারি?
সেদিন তোমারে জড়ায়ে সে মন ভুলেছিনু গৃহ মোর
আজিকে নিনাদে বাজিছে গগনে ব্যথার লগনে ভোর।
ভেবেছিনু হায় তোমার ওই কায় হৃদয়ে লইবো তুলি
হায় রে অবুঝ বুঝিলে না হৃদ পদতলে দিলে দলি।
তোমারে জড়ায়ে নিঘুম রজনী যাপিত যামিনী মোর
তোমারি সে তন করি আরাধন স্বপ্নিল ঘন ঘোর।
সে দিন স্মরণে আজিকে মননে; ঘৃণায় সে মন দোলে
অভিশাপে তপ তাপিত সে হৃদ দিলাম তোমার কোলে।
উপহাসে যারে মাতিলে জীবন ভুলে গেলে ভালোবাসা
প্রতিদানে প্রেম বিছালে সে জাল; ছল ও কপটতা।
সে দান অমোঘ অশনি সম সে; ঝরালে আঁখির বারি
ক্ষোভ ও ঘৃণা আজিকে হৃদয়ে; ভুলিতে কি আর পারি?