(এইমাত্র ভোর ৪/৪০ মি; বাহির শহর থেকে ফিরলাম। আগামী তিন চার দিন খুবই ব্যস্ত থাকবো আর তাই প্রতিদিন অন্তত ২৫ টা লেখা পাঠ না করতে পারলে আমার লেখা প্রকাশ দেব না)


যুগে যুগে কালে কালে আসে তারা ধরণীতে
বারুদের ভাপে জড়া পৃথিবীতে
প্রাণ দিতে।
প্রাণ পণ প্রতিরোধে অমূল্য বেষ্টনী
গড়ে যায় সাম্যতা মানবতা
ধনে ধনী।
বাংলার আকাশেতে উদিত সে মহা বীর
দুই কর জোড় ধরি, চলোঃ মুজিবেতে
গড়ি নীড়।