“আত্মনিবেদন”


(প্রিয় কবিবন্ধু নাসিরুদ্দিন তরফদার মহাশয়ের আবদার আজ টেলিফোনে। মুসলিম ধর্মাদর্শ নিয়ে আধ্যাত্মিক কিছু লিখতে হবে। তার সম্মানে এ লেখা।)


ইসলাম অর্থ শান্তি ইসলাম মানে আত্মসমর্পন
একেশ্বরবাদ মহান আল্লাহর প্রতি
আত্মনিবেদন।
প্রাণিত হাদিস কুরআনেতে বহে বাণী আল্লাহ
ধরাধামে প্রাপ্ত সে ধন আনিলো
মহম্মদ( সঃ)
প্রচারিল তাহে; আল্লাহ মহান এক ও অদ্বিতীয়ম
আমল করিতে তাহে বিশ্বাসে
আচমন।
ইসলাম চায় শান্তি পাঁচ ওয়াক্ত দোয়া আদায়
রহমত আর প্রার্থনা; ধার্মীক মুসলিমের
ফরজ দায়।
ইসলাম মাগে ত্যাগ ঈদুল আজহা ঈদ কুরবানি
ইসলাম মানে যাকাত মানবতা রব
প্রতিধ্বনি।
ইসলাম অর্থ শান্তি ইসলাম মানে আত্মসমর্পন
একেশ্বরবাদ মহান আল্লাহর প্রতি
আত্মনিবেদন।


হাসবিয়াল্লাহু লি দ্বীনী হাসবিয়াল্লাহু লি দুনিয়ায়ি।
হাসবিয়াল্লাহু লিমা আহাম্মানী।
হাসবিয়াল্লাহু লিমান বাগা আলাইয়্যা।
হাসবিয়াল্লাহু লিমান হাসাদানী।
হাসবিয়াল্লাহু লিমান কাদানী বিসু-য়িন।
হাসবিয়াল্লাহু ইনদাল মাউতি।
হাসবিয়াল্লাহু ইনদাল মাসআলাতি ফিল কাবরি।
হাসবিয়াল্লাহু ইনদাল মিজান।
হাসবিয়াল্লাহু ইনদাস সিরাতি।
হাসাবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা-হুয়া
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব।


(অর্থ : আল্লাহতায়ালা আমার দ্বীন ও দুনিয়ার জন্য যথেষ্ট। যা কিছু আমাকে পেরেশান করবে সে ব্যাপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আমার বিরোধিতা করবে তার ব্যপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট। যে আমার সঙ্গে হিংসা করবে তার ব্যপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট। যে আমার বিরুদ্ধে কুচক্র করে তার ব্যপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট। মৃত্যুর সময়ই আল্লাহ আমার জন্য যথেষ্ট। কবরের প্রশ্ন-উত্তরের সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট। মিজানে আমল পরিমাপের সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার ওপর ভরসা রাখি। আমি তার প্রতি মনোনিবেশ করি।)


তবে কেন রব উদিছে গগনে
লগনেতে বিষ ধরি
দীর্ণ বুলিতে শূন্য সোপানো
দিকে দিকে আজা-
হারি!


রক্ত হোলিতে কেন বা খেলিতে
বসুন্ধরার সাজ
ডালিতে মাতমে; হিংসা ও দ্বেষ-
রণ সজ্জার
সাজ।


বিসমিল্লাহির রাহমানির রাহীম কী!
নাই শেষ কথা;
লিখিতে গাথিতে ক্রন্দনে রোল-
লিপিতে বেদন
গাথা।


এসো হে আল্লাহু আল্লাহ রব্বী লা
উশরিকু বিহি শাইয়ান
দেহো সে বল বাহু ভুজঙ্গে,
দমিতে শয়
শয়তান।


গড়িতে আজিকে গড় সে বীণে
মান্য সে রব ধ্বনি
নীর্মোহ প্রাণ নির্মল বায়
কাল সে আহ্বা-
নী।