"চল্লিশ চোর"


রাত তখন দশ টা চল্লিশ, চল্লিশ চোর জেগে ওঠে সহসা
রাসায়নিক ঠাসা গুদামে হটাৎ বিস্ফোরনে
দিকে ছায়ে অমানিশা।
মরলো শিশু মরলো মানুষ লেলিহান অনলেতে
বিচার কোথায় কোন আদালত, কোন সে
ভূমিতে।
আবাসিক স্থল দাহ্য কেন বস্তু কেন ঠাসা
শঠ শঠতার শিকার সবে বেআইনির
বাসা।
ঘিঞ্জি গলি রুদ্ধ রে পথ যান সে জটেতে
কেউ না পারে নরক কু্ন্ড, তার হতে
বের হতে।
না পারেনা মোকাবিলায় জওয়ান যারা দমকল
যায় না গাড়ি ঘিঞ্জি ফালি, সব চেষ্টাই হয়
বিফল।
পুড়লো মানুষ কটু ধোঁয়া ছাইতে আকাশ পথ
নাই কো নেমে আসলো সেথায় কোনও
স্বর্গ রথ।
বিমান পথে দিতেই বারি তাই কি মানে তায়
লকলকে ওই শিখায় পোড়ে হায় রে
অসহায়।
বেআইনি মজুদ কেন আবাসিকের স্থলে
জবাব জবাব জবাব চাই, কোন সে
বাহুবলে।